লোকসভা ভোটের (Loksabha Election) আবহে আচমকা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন গোপাল ভাঁড়! রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই কৌতুক চরিত্রকে নিয়ে। এবার কৃষ্ণনগর ( krishnanagar ) কেন্দ্রে বিজেপি ( BJP ) প্রার্থী করেছে রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়কে (Amrita Roy)। যিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের ৩৯ তম প্রজন্মের রানি মা। এরপর থেকেই আলোচনায় রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়। গোপাল কাল্পনিক […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।