নিউ গড়িয়া (New Garia)-বিমানবন্দরগামী (Airport) মেট্রো (mtero) নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পাল্টা দিয়েছে লালবাজারও। সূত্রের বক্তব্য, মেট্রোর তরফে যে অভিযোগ করা হচ্ছে তা একতরফা। কলকাতা ট্রাফিক পুলিশ ব্লকেজ দিতে চায় না এমনটা নয়। এই মুহূর্তে চিংড়িহাটাতে একটি ব্লকেজ দেওয়া হয়েছে। আবার একটি জায়গায় ব্লকেজ চাইছে […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।