রাজ্যে সৌরশক্তি ও প্রাকৃতিক গ্যাসে বিদ্যুৎ ব্যবহারে জোর
নিজস্ব প্রতিনিধি:- : বণিকসভা এসোচেম আয়োজিত অপ্রচলিত শক্তি, প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস ও সৌরশক্তির উপর এক সম্মেলন অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সচিব পিবি সেলিম, রাজ্যের অপ্রচলিত ও চিরাচরিত শক্তি বিভাগের মন্ত্রী গোলাম রোব্বানি সহ বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে অনুপম মুখোপাধ্যায়, অতিরিক্ত মুখ্য সচিব বরুন কুমার। এদিন আলোচনায় জানানো হয়, রাজ্য সরকার সৌর বিদ্যুৎ উৎপাদনে ইতিমধ্যেই লক্ষ্য অর্জনের জন্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। যেমন পিপিপি মডেলে পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াট একটি পাম্প ইউনিট গড়ে তোলা হচ্ছে।
প্রচলিত শক্তিতে ২০০ মেগাওয়াট উৎপাদন হয়। সেটা ৩০০ মেগাওয়াট করার লক্ষ্য নেওয়া হয়েছে। সমগ্র রাজ্যে ইভি চার্জিং পয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। অফিস টাইমে ট্রাফিকের যানজট মুক্ত করতে অফিস অফিস টাইমে ও সন্ধ্যায় পরিবহণে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ব্যবস্থা করা হচ্ছে। রুফটপ সোলার শক্তি নিয়ে পরিকল্পনা চলছে তবে এটা চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। স্কুলে শোলার এনার্জি প্যানেল ব্যবহার করার উপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে মিড ডে মিল রান্নার ক্ষেত্রে বায়ো গ্যাস ব্যবহার করার বিষয় ভাবা হচ্ছে।
অনুপম বাবু উল্লেখ করেন, কল্যাণী হাইওয়ে ৩১ মার্চের মধ্যে পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে। কলকাতা টু কল্যাণী ও বারাসাত টু এয়ারপোর্টে আগামী ৬ মাসের মধ্যে পাইপলাইনে বায়ো গ্যাস পৌঁছে দেওয়া হবে।
Emphasis on use of solar energy and natural gas electricity in the state
