মালদার মানিকচকে রহস্যজনক ভাবে নিখোঁজ এক ব্যক্তি
দেবাশিষ পাল, মালদা: মানিকচক এলাকায় বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ এক ব্যক্তি। ফলে দুশ্চিন্তাই দিন কাটছে পরিবারের সদস্য দের। মালদার মানিকচকের নাজিরপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বেগমগঞ্জ এলাকার বাসিন্দা সীতেশ মন্ডল(৪৯)। পরিবারের স্ত্রী সহ তিন সন্তান রয়েছে।জানা গেছে,বিগত সোমবার রাতে পরিবারের সকল সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমান সীতেশ।

এরপর মঙ্গলবার সকাল নাগাদ তার স্ত্রী সুজলা মন্ডল দেখেন বাড়ি নেই স্বামী। দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।তবে কোন খোঁজ না পেয়ে মানিকচক থানার দ্বারস্থ হয়।একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন সুজলা মন্ডল।এদিকে বাবাকে ফিরে পেতে চোখের জল ফেলে চলছে তিন সন্তান।চিন্তায় খাওয়া ছুটেছে সকলের।স্বামীকে ফিরে পেতে ব্যাকুল আবেদন স্ত্রী’র।
