Manipal Hospital promoted ‘Stroke Smart Kolkata’ awareness

Manipal Hospital promoted 'Stroke Smart Kolkata' awareness
Spread the love

‘স্ট্রোক স্মার্ট কলকাতা’ সচেতনতা প্রচার করল মণিপাল হাসপাতাল

সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি : স্ট্রোকসচেতনতা ও সেই বিষয়ে চিকিৎসার বিষয়ে এক আলোচনা আয়োজিত হল। ভারতের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী মণিপাল হাসপাতাল ‘স্ট্রোক স্মার্ট কলকাতা’ সচেতনতা প্রচার করল। আলোচনায় নিউরোলজিস্ট এবং নিউরোসার্জনরা কীভাবে স্ট্রোকের প্রাথমিক সনাক্তকরণ এবং পরিচালনার ফলে রোগীর ফলাফল উন্নত হতে পারে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েআলোচনা করেন।

এদিন উপস্থিত ছিলেন হাসপাতালের নিউরোসার্জন প্রফঃ ডাঃ রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ডাঃ লক্ষীনারায়ণ ত্রিপাঠী, বিশেষজ্ঞ নিউরোসার্জেন মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল, ডাঃ অপ্রতিম চট্টোপাধ্যায়, ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট ও স্ট্রোক বিশেষজ্ঞ, ডাঃ নির্মাল্য রায়, নিউরো ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, ডাঃ দীপেন্দ্র কুমার প্রধান, সিনিয়রকনসালট্যান্ট- নিউরোসার্জারি, মণিপাল হাসপাতাল মুকুন্দপুর এবং মণিপাল হাসপাতালের আঞ্চলিক সিওও ডাঃ অয়নভদেব গুপ্ত।

এই প্রচারাভিযানে কলকাতা জুড়ে, বিশেষত আবাসিক কমপ্লেক্স এবং বয়স্কদের মধ্যে রাথমিক স্ট্রোক শনাক্তকরণ দক্ষতা ও স্বমূল্যায়ন এবং লক্ষণগুলি সনাক্ত করার ক্ষমতা গড়ে তোলার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে।

Manipal Hospital promoted ‘Stroke Smart Kolkata’ awareness

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *