ক্যান্সার সচেতনতায় মেডিকা সঙ্গে যৌথ উদ্যোগ এনজিও-র
সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি : জীবন যাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরুষদের ফুসফুস ক্যান্সার ও প্রষ্টেট ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে। একইভাবে মহিলাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সারের প্রবণতা বাড়ছে বলে জানালেন চিকিৎসক সুবীর গাঙ্গুলী। বেসরকারি হসপিটাল মেডিকা আয়োজিত ক্যান্সার সচেতনতা বিষয়ে এক আলোচনায় প্রবীণ চিকিৎসক সুবীর গাঙ্গুলী জানান, ক্যান্সার সচেতনতায় শুধু চিকিৎসা পরিষেবা নয় আর্থ সামাজিক ব্যবস্থার পরিকাঠামোর উন্নতি প্রয়োজন। এদিন উপস্থিত ছিলেন ক্যান্সার সার্ভাইভার সঞ্চারী মারিক, পারমিতা মুখোপাধ্যায়, ফাল্গুনী লাহা, বন্দনা ঘড়া কোদাল। এছাড়াও রোটারি ক্লাবের পক্ষ থেকে সিঞ্চন ভট্টাচার্য।
সিঞ্চন বলেন, ক্যান্সার সচেতনতায় রোটারি আন্দামানের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। প্রায় ৫০০ পরিবারের কাছে ফ্রি স্ক্রিনিং পরিষেবা পৌঁছে দেওয়া গেছে। কিন্তু মূল সমস্যা হল বহু গ্রামের ও কলকাতার মহিলারা স্ক্রিনিং করতে চাইছেন না সামাজিক ভয়। কেউ ক্যান্সার আক্রান্ত হলে তাঁকে এখনও সমাজচ্যুত করা হচ্ছে। ফলে সামাজিক সম্মান হানির ভয়ে অনেককে এই ফ্রি পরিষেবা নিচ্ছে না। তিনি উল্লেখ করেন, যৌন কর্মীদের ক্যান্সার ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ যদি নেওয়া যায়। এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের পক্ষ থেকে নিজেদের মতামত তুলে ধরে।
NGO’s joint initiative with Medica in cancer awareness
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।