অনেক টালবাহানা ও ডামাডোলের পর কিছুটা দেরিতেই আসানসোলে দলীয় প্রার্থীর নাম জানতে পেরেছেন বিজেপির নেতাকর্মীরা ( BJP )। ভোজপুরি সুপারস্টার পবন সিং রাজি না হওয়ায় প্রার্থী করা হয়েছে চেনা ও পরীক্ষিত মুখ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। কিন্তু নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে বেরিয়ে বারে বারে হোঁচট খেতে হচ্ছে আসানসোলের প্রার্থীকে। আসানসোলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থামার নাম নেই। দিনকয়েক আগে […]