গাঙচিলের মূর্তি নিয়ে মামলা!
অদ্ভুত মূর্তি ( statue )বানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্থপতি ডোনা ডোডসন। মূর্তির গলা থেকে নিচ পর্যন্ত নারীর দেহ, কিন্তু মাথাটা গাঙচিলের! ম্যাসাচুসেটস শহরের নিউ বেডফোর্ড এলাকায় বসানো এ মূর্তি নিয়েই এবার মামলা হলো। রীতিমতো পিটিশনও দায়ের করা হলো। অনেকেই বলছেন, এর মাধ্যমে যৌনতার দিকে ইঙ্গিত করা হয়েছে। ডোনা ডোডসন বলছেন, ‘নারীদের উৎসাহ দিতেই এটি বানিয়েছি।’ যে নারীর অবয়ব বানানো হয়েছে, সে হলো গল্পের সিনড্রেলা। এর আগে ২০১৬ সালেও হয়েছিল মামলা। শহরের কর্তৃপক্ষ স্থপতির পক্ষে রয়েছেন।