ক্যাম্প ছাড়ার জন্য চাপ দিচ্ছে প্রশাসন! প্রতিবাদে বিক্ষোভদেখাচ্ছেন ঘরছাড়ারা
দেবাশিষ পাল, মালদা: ক্যাম্প ছাড়ার জন্য চাপ দিচ্ছে প্রশাসন। শুক্রবার এমনটাই অভিযোগ তুলে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার তাদের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার পরপরই প্রশাসনিক আধিকারিকরা তাদের ক্যাম্প ছেড়ে বাড়ি চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। সেই সঙ্গে ক্যাম্পের বাইরে বেরোনো বন্ধ করে দেয়। বাইরের কোন আত্মীয়-স্বজনকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছেনা। কার্যত কারাবন্দী অবস্থায় ক্যাম্পে তাদের দিন কাটছে।

এর প্রতিবাদেই তারা বিক্ষোভদেখাচ্ছেন। তাদের বাড়ির এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবী জানাচ্ছেন। তা হলেই তারা নির্ভয়ে বাড়ি ফিরে যাবেন। এই সমস্ত অভিযোগ ও দাবী-দাওয়া তুলে ধরেই এদিন ক্যাম্পে আশ আশ্রয় নেওয়া ধুলিয়ানের ঘরছাড়া I পরিবারের সদস্যরা মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং কালিয়াচক-৩নং ব্লকের বিডিও সুকান্ত সিকদারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

The administration is pressuring people to leave the camp! The homeless are protesting in protest
