পূর্তদপ্তরের একাধিক উন্নয়নমূলক কর্মসূচীর শুভ সূচনা করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।
সুব্রত দে, ত্রিপুরা :- রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজকরেযাচ্ছে পূর্তদপ্তর। পূর্তদপ্তরের উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নে উন্নতমানের ব্রীজ নির্মানকরাহয়। যারমধ্যে পশ্চিম পিলাক এলাকায় ১কোটি ৬৭ লক্ষটাকা, কোয়াইফাং এলাকায় ৩ কোটি ৫৭ লক্ষটাকা , কোয়াইফাং এলাকায় অপর একটি ৩ কোটি ১১লক্ষ টাকা ব্যায়করে একটি ব্রীজ নির্মান করাহয়। ব্রীজ নির্মানের পাশাপাশি কোয়াইফাং থেকে পাঞ্জীরায় যাতায়তের রাস্তার শুভসূচনা করাহয়।
এছারা কলসী এলাকায় দুইটি গ্রামে সংযোগস্থাপনের জন্য একটি ব্রীজ নির্মানকরাহবে। এইব্রীজ নির্মানের জন্য আজ শিলান্যাস করাহয়। পূর্তদপ্তরের এই ৫ টি প্রকল্পের জন্য ১৩ শ কোটি টাকা ব্যায়করাহচ্ছে। আজকের দিনে এই প্রকল্পগুলির শুভসূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। রাজ্যসরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির শুভ উদ্ভোধন করে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান বিগতদিনে কোয়াইফাং এলাকার লোকজনেরা যাতায়তের জন্য বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহতো।
বর্তমান সময়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে জয়লাভের পরথেকে তিনি নির্বাচনে দেওয়াপতিশ্রুতি পালনকরেযাচ্ছেন। জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রকে মডেল বিধানসভা হিসাবে গরেতোলার লক্ষ্যে কাজকরেযাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। যারমধ্যে পূ্র্তদপ্তরের উদ্দ্যোগে এই উন্নয়নমূলক কর্মসূচীগুলি করাহয়েছে। মন্ত্রী জানান পূর্ত দপ্তর, আর ডি, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরের বিভিন্ন কাজের মাধ্যমে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে মডেল বিধানসভা হিসাবে গরেতোলার কাজকরেযাচ্ছে।
এই প্রকল্পগুলির শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্তদপ্তরের এক্সিউটিভ তাপস মারাক, শান্তির বাজার পূ্র্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস, বাইখোড়া পূর্তদপ্তরের এস ডি ও তমাল দাস, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা। মন্ত্রীর হাতধরে একাধিক প্রকল্পের সূচনাহোওয়াতে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের লোকজনেরা খোবই আনন্দিত।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।