হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর জে এন কাঞ্জিলালের জন্মদিন পালন
ঔষধের সঠীক প্রয়োগের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন বিশিষ্ট চিকিতসক ডক্টর জে এন কাঞ্জিলালের ১১৬ তম জন্মদিন পালিত হল কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। দা হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার শিয়ালদহ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জে এন কাঞ্জিলালের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর ভবতোষ বিশ্বাস,দা হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশান অফ ইন্ডিয়ার শিয়ালদহ শাখার সভাপতি ডক্টর বি পি দাস, সম্পাদক ডক্টর সহিদুল ইসলাম, হ্যানিম্যান পাবলিশিং কোম্পানীর নির্দেশক ডি এস ভড়, বিড়লা তারামন্ডলের প্রাক্তন নির্দেশক, জ্যোতিরবিজ্ঞানী ড.দেবী প্রসাদ দুয়ারী, ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল ডক্টর মহাদেব দে ও চিকিৎসক ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডি এন দে কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল ডাক্তার অখিলেশ খান, ন্যাশানাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির প্রাক্তন নির্দেশক ডাক্তার অভিজিত চট্টপাধ্যায় ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিনয় কুমার দাস প্রমুখ।
Birthday celebration of homoeopathic physician Dr. JN Kanjilal
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।