< 35th exhibition of painter Diwakar

35th exhibition of painter Diwakar

35th exhibition of painter Diwakar
Spread the love

চিত্র শিল্পী দিবাকরের ৩৫ তম প্রদর্শনী

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের মন্ত্রী অরূপ রায়, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ভৌমিক, ভারতীয় আরক্ষা কৃত্বকের অন্যতম আধিকারিক ডি পি সিং, ডন বস্কো স্কুল (টেকনিক্যাল)-এর অধ্যক্ষ ফাদার বান্টি মণ্ডল, আইনজীবী স্বপন কোলে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘বিশ্ব বাংলা গেট’ সংলগ্ন ‘রবীন্দ্র তীর্থ’-এ শুরু হল চিত্রকর দিবাকর চক্রবর্তী-র তিনদিনের একক চিত্র প্রদর্শনী।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর চিত্রকর দিবাকর চক্রবর্তী জানিয়েছেন, “তেলরঙে আঁকা ১৩ টা ভিন্ন মাপের ক্যানভাস নিয়ে আজ থেকে ‘রবীন্দ্র তীর্থ’-এ শুরু হল ‘রাজস্থান’ নামাঙ্কিত চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত। উৎসাহী দর্শকরা প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।”

 

35th exhibition of painter Diwakar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *