< Independence Day celebration at Swami Pranabananda Vidyapith in Tollygunge

Independence Day celebration at Swami Pranabananda Vidyapith in Tollygunge

Independence Day celebration at Swami Pranabananda Vidyapith in Tollygunge
Spread the love

টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে স্বাধীনতা দিবস পালন

ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে মহাসমারোহে পালিত হ’ল ৭৮ তম স্বাধীনতা দিবস। এ-উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের সেক্রেটারি ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সংঘাত্মানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী প্রনবানন্দ বিদ্যাপিঠের দিবা বিভাগের টিচার ইনচার্জ মৌসুমী গোস্বামী, প্রাতঃবিভাগের প্রধান সুপ্রিয়া তালুকদার ও ওই বিভাগের সহ-প্রধান শিক্ষিকা অনুরাধা বসু ও গৌড়ীয় মঠের অচ্যুতানন্দ দাস ব্রম্ভচারী,ভারত সেবাশ্রম সঙ্ঘের অরিন্দমানন্দজী মহারাজ।

স্বামী সংঘাত্মানন্দজী মহারাজ বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে।
স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের পড়ুয়ারা এদিন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিবিধ বক্তৃতার মাধ্যমে। তাদের নৃত্য, গীত ও আবৃত্তির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

Independence Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *