< Doctors suggest reducing obesity to reduce diabetes

Doctors suggest reducing obesity to reduce diabetes

Doctors suggest reducing obesity to reduce diabetes
Spread the love

ডায়াবেটিস কমাতে স্থুলতা কমানোর পরামর্শ চিকিৎসকদের

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত স্থূলতা এবং জাঙ্ক ফুডের কারণে কম বয়সীদের মধ্যেও ক্রমশ বাড়ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা। যার ফলে হার্ট ,কিডনি,চোখ সহ শরীরের অন্যান্য অঙ্গ নষ্ট হয়ে অন্য রোগের প্রাদুর্ভাগ ঘটছে। এই অবস্থায় ডায়াবেটিস কমাতে এক দিকে যেমন মানুষের মধ্যে রোগ সচেতনতা বৃদ্ধি করা দরকার এর পাশাপাশি সময়মতো চিকিৎসা করালে ডায়াবেটিস এবং তার ফলে অন্যান্য রোগের প্রবণতা কমানো যাবে বলে জানিয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে দুদিনের ডায়াবেটিসের উপর নবম ন্যাশনাল কনফারেন্সে মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য, সোসাইটির প্রেসিডেন্ট বিশিষ্ট এন্ডক্রিনলোজিস্ট ডাঃ সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ গুরুপ্রসাদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মৃদুল বেরা, নেফ্রোলজিস্ট ডাঃ বিস্ময় কুমার, কার্ডিওলজিস্ট ডাঃ সুনিপ ব্যানার্জী সহ বহু বিশিষ্ট চিকিৎসকরা।

Doctors suggest reducing obesity to reduce diabetes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *