উচ্চমাধ্যমিকের ( hs ) দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পর এবার প্রথম ও তৃতীয় সেমিস্টারেও বজায় থাকছে পাশ-ফেল ব্যবস্থা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আগের নির্দেশিকা বদলে এবার জারি হচ্ছে নতুন নির্দেশিকা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পাশ নম্বর না থাকলেও যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে বসা যাবে। কিন্তু এবার এই নিয়মই বদলাতে চলেছে সংসদ […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।