ফের বিতর্ক ক্রীড়াক্ষেত্রে। কুস্তি ফেডারেশনের পর, এবার বিতর্কে অল ইন্ডিয়া ফুটবল ( football ) ফেডারেশন। গত বছরেই প্রায় ৩০ জন ভারতীয় কুস্তিগীর রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষন শরণ সিং-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। সেক্ষেত্রেও মহিলা রেসলারদের বিরুদ্ধে উঠেছিল হেনস্থার অভিযোগ। আর এবার এই অভিযোগ উঠল এআইএফএফ-এর কর্তার বিরুদ্ধে।দুই মহিলা ফুটবলার অভিযোগ করলেম ওই ফেডারেশন কর্তার বিরুদ্ধে। এই নিয়ে সোশ্যাল […]
