সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।
Spread the love অনেক টালবাহানা ও ডামাডোলের পর কিছুটা দেরিতেই আসানসোলে দলীয় প্রার্থীর নাম জানতে পেরেছেন বিজেপির নেতাকর্মীরা ( BJP )। ভোজপুরি সুপারস্টার পবন সিং রাজি না হওয়ায় প্রার্থী করা হয়েছে চেনা ও পরীক্ষিত মুখ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। কিন্তু নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে বেরিয়ে বারে বারে হোঁচট খেতে হচ্ছে আসানসোলের প্রার্থীকে। আসানসোলে বিজেপির […]
Spread the loveমেয়র দীপক মজুমদার এর ২৫ জন ছাত্রীকে সাইকেল বিতরণ আগরতলা পুরো নিগমের ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে ২৫ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।। SANJU KARMAKARসঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন। ৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন। বর্তমানে তিনি […]