সারা আলি খান ও আদিত্য রয় কাপুরের অনস্ক্রিন রোম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। শুক্রবার সেই উৎসাহে কিছুটা আশাহত হলেন তাঁরা।
কারণ ফের পিছিয়ে গেল মেট্রো ইন দিনো’র ( Metro In Dino ) মুক্তির তারিখ, সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ ঘোষণা করা হল। শুক্রবার সোশাল মিডিয়ায় ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “তৈরি হয়ে নিন এমন এক ভালোবাসার সফর দেখার জন্য যা আগে কখনও দেখেননি আপনারা ৷
মেট্রো ইন দিনো প্রেক্ষাগৃহে আসছে ২৯ শে নভেম্বর ৷” তাই, অনুরাগ বসুর এই ছবি দেখার জন্য সিনেপ্রেমী দর্শকদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতেই হবে।