যোজকের সঙ্গীত-নাট্য সন্ধ্যা
১৯ অক্টোবর, সন্ধ্যে ৬.৩০ টায় যোজকের প্রযোজনায় মিনার্ভা থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সঙ্গীত-নাট্য সন্ধ্যা। অনুষ্ঠানের প্রথমার্ধে সঙ্গীত পরিবেশনে থাকবেন বিশিষ্ট চিত্রপরিচালক ও অভিনেতা দুলাল লাহিড়ী এবং সঙ্গীতশিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। দুলাল লাহিড়ীর পরিবেশনে থাকবে ৬০-৭০ দশকের পুরোনো দিনের থিয়েটারের গান, রবীন্দ্রসঙ্গীত। ইন্দিরার নিবেদনে থাকবে রবীন্দ্রনাথের নাটকের গান।
যোজক এর প্রাণপুরুষ দুলাল লাহিড়ী জানালেন, ১৯ তারিখ মিনার্ভা থিয়েটারে অনুষ্ঠানের প্রথমার্ধে থাকবে ১ ঘণ্টার নাটকের গান, দ্বিতীয়ার্ধে থাকবে যোজক প্রযোজিত ১ ঘণ্টা সময়সীমার নাট্য প্রযোজনা, ইউ টার্ন। প্রথমার্ধে গান পরিবেশনে থাকবেন সুগায়িকা ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের নাটকে যে সমস্ত গান ব্যবহৃত হয়েছে সেই গানগুলো ছাড়া নাটক গুলোকে ভাবাই যায় না। সেভাবেই গানগুলো নির্বাচন করেছিলেন রবীন্দ্রনাথ। পরবর্তীকালে আমরা নাটকগুলো দেখতে গিয়েও বুঝতে পেরেছি যে খুব প্রয়োজন ছিল সেইসব নাটকের গান গুলোর।
এদিন বলা চলে একরকম দলের চাপেই আমাকে থিয়েটারের গান পরিবেশন করতে হবে। একসময় আমি প্রচুর থিয়েটারের গান গেয়েছি। যদিও ব্যক্তিগতভাবে নাটকের গান গাইতে আমার খুব ভালো লাগে। কারণ আমার মনে হয় এটা এক ধরনের সংলাপই। যেটা একটু সুরে বলা, এই যা। বর্তমানে যে ধরনের ঘটনা ঘটছে আমরা খুবই আতঙ্কিত সেইসঙ্গে আমরা প্রতিবাদেও সামিল। তবে নাটক তো প্রতিদিনই মঞ্চে হচ্ছে, আমাদের নাটকও হচ্ছে। আমাদের যা কিছু প্রতিবাদ সেটা আমরা নাটকের মাধ্যমে, গানের মাধ্যমেই করি। ইউ টার্ন নাটক তারই একটি অংশ বলা যায়। আশা করছি আমাদের যোজকের প্রযোজনা আপনাদের সকলের ভালো লাগবে, আপনারা হতাশ হবেন না। ইউ টার্ন (U TURN) নাটকটির নাটককার স্মরজিৎ বন্দ্যোপাধ্যায়। নির্দেশনায় কিংশুক চক্রবর্তী। মুখ্য উপদেষ্টা দুলাল লাহিড়ী। অভিনয়ে সুজিত বিশ্বাস, শুভাশিস ঘোষ, অভিনন্দন সোম, মধুপর্ণা দাস, সুস্মি মুখার্জী, নিকর হাওলাদার, প্রদ্যোত চক্রবর্তী ও শুভব্রত বসু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন ডাক্তার বর্ণালী ঘোষ ও রজত মল্লিক।
Music-drama evening by Jojok