বাংলার হস্তশিল্পের ছোঁয়ায় তানিষ্ক পুজো সম্ভার ‘আলো’
সপ্তর্ষি সিংহ: বাংলার স্বর্ন কারিগরদের সূক্ষ্ম শিল্পকলাকে তুলে ধরতে ভারতের বৃহত্তম গয়না প্রস্তুতকারক সংস্থা তানিষ্ক পূজো উপলক্ষে নয়া কালেকশন ‘আলো’ নিয়ে এল। অভিনেত্রী শ্রীমতী মিমি চক্রবর্তীর উপস্থিতিতে এই নয়া কালেকশন উন্মোচন হল। এদিন উপস্থিত ছিলেন সংস্থার রিজিওনাল বিজনেস হেড সোমপ্রভ সিংহ।
তিনি বলেন, “আলো, দুর্গাপূজার উষ্ণতা ও চেতনার প্রতিনিধিত্ব করে। Tanishq বছরের পর বছর ধরে কলকাতা এবং বাংলার ক্রেতাদের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলেছে। আলো কালেকশনের মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতি বজায় রেখেছি। যা বাংলার সাংস্কৃতিক গুরুত্বকে শ্রদ্ধা জানিয়ে বাংলার হস্ত শিল্পকে তুলে ধরেছে।”
মিমি চক্রবর্তী বলেন, এই কালেকশনের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক শিকড়ের সাথে শিল্পের আধুনিকতার নিখুঁত সামঞ্জস্য রেখে গয়না তৈরি করে, যা সমসাময়িক ফ্যাশন ও ঐতিহ্যের সংমিশ্রণে প্রতিফলিত হয়।”
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।