< World No Tobacco Day : বিশ্ব তামাকমুক্ত দিবসে ডিসানে বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্প

World No Tobacco Day : বিশ্ব তামাকমুক্ত দিবসে ডিসানে বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্প

World No Tobacco Day বিশ্ব তামাকমুক্ত দিবসে ডিসানে বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্প
Spread the love

 

 

সপ্তর্ষি সিংহ: বিশ্ব তামাকমুক্ত দিবসে ( World No Tobacco Day ) এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল বেসরকারি হসপিটাল ডিসান হাসপাতাল। মুখের ক্যান্সারের সচেতনতা বৃদ্ধিতে বিনামূল্যে ওরাল স্ক্রীনিং ক্যাম্প আয়োজিত হল হসপিটালে। পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই সচেতনতা ক্যাম্পের সূচনা করেন।

 

এদিন উপস্থিত ছিলেন হসপিটালের ডিরেক্টর শাওলি দত্ত, চিকিৎসক আশিস উপাধ্যায়, চিকিৎসক রামানুজ ঘোষ, চিকিৎসক সমুজ্জ্বল দাস, চিকিৎসক শ্রেয়া মল্লিক, চিকিৎসক অতুল নারারাও রাউত, এবং চিকিৎসক মনোরঞ্জন চৌহান।

 

এদিন চিকিৎসকরা জানান, তামাকজাত দ্রব্য সেবনের ফলে মুখে আলসার ও ক্যান্সার তৈরী হয় যার ফলে সার্জারি করতে হয়। যে কারণে সচেতনতা ও চিকিৎসার প্রয়োজন বলে এদিন চিকিৎসকরা উল্লেখ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *