A delegation from the National Human Rights Commission arrived in Malda

জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল এলো মালদায়

দেবাশিষ পাল, মালদা: ধুলিয়ানের অশান্তির ঘটনায় মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শুক্রবার ‘মালদায় এলেন জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। তিন সদস্যের প্রতিনিধি দল এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে মালদা টাউন স্টেশনে নামেন। তারা স্টেশন নামামাত্রই গাড়িতে চেপে সোজা পারলালপুর হাইস্কুলের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।

তারা দুপুর নাগাদ ক্যাম্পে পৌঁছান। ক্যাম্পে থাকা ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের মুখ থেকে ঘটনার দিনের বিবরণ সহ ঘটনা পরবর্তী বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। সমস্ত কিছু শোনার পর জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা সংবাদমাধ্যমকে এড়িয়ে পারলালপুর হাইস্কুল থেকে ফিরে যান।

সূত্রের খবর তারা দিল্লিতে গিয়ে কমিশনের আধিকারিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবেন।

 

A delegation from the National Human Rights Commission arrived in Malda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *