<  Bablis poster : প্রকাশ্যে বাবলির পোস্টার ,কবে আসবে ছবির টিজার?

 Bablis poster : প্রকাশ্যে বাবলির পোস্টার ,কবে আসবে ছবির টিজার?

Babli's poster in public. When will the teaser of the movie come
Spread the love

 

রাজ চক্রবর্তীর পরিচালনায় আসছে বাবলি। বুদ্ধদেব গুহর এই কাহিনি ফ্রেমবন্দি করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী।

ছবিতে জুটি বেঁধেছেন শুভশ্রী ও আবির। প্রথম থেকেই এই ছবি ঘিরে ছিল ভক্তদের উন্মাদনা। এবার প্রকাশ করা হল ছবির পোস্টার। সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের খাদের ধারে একটি জিপ দাঁড়িয়ে। পাশে হাতে হাত রেখে দাঁড়িয়ে আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কিন্তু না তাঁদের কারও মুখ দেখা যাচ্ছে না। ফলে পোস্টারেও কিন্তু কৌতুহল থেকেই গেল।এই টিজার পোস্টার শেয়ার করেই এদিন জানানো হয় শীঘ্রই ছবির টিজার আসছে। আগামি পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবির টিজার। তখনই যাবতীয় কৌতুহলের সমাধান হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতারা।

 

 

Bablis poster in public. When will the teaser of the movie come?

Bablis poster

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *