Fashion Show -য়ে নকশা ডিজাইন ইনস্টিটিউ

Fashion Show -য়ে নকশা ডিজাইন ইনস্টিটিউ
Spread the love

 

 

নিজস্ব প্রতিবেদন:  শর্মিষ্ঠা সিকদারের নকশা ডিজাইন ইনস্টিটিউট 2019 সালে পথ চলা শুরু করেছিল। ডিজাইন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজাইন করা নকশা ভিস্তা গালা ফ্যাশন রানওয়ে শো আয়োজিত হল ২০ এপ্রিল। এই Fashion Show -তে নারীর ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়। এই অনুষ্ঠানে হাউস ডিজাইনিংয়ে তাদের মেধাবী শিক্ষার্থী শ্রীপর্ণা সেনগুপ্ত, বৈশাখী পল, মুনমুন, প্রীতি ব্যাগ, কনক হালদার, সুদীপ্তা, আরভিন, লীনা বিশ্বাস, সুদীপ্তা, পূর্বা অংশগ্রহণ করে। ২৫ জনের বেশি রানওয়ে মডেল ৱ্যাম্পে পা মেলান।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউড অভিনেত্রী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতা পৌরসভা বরো ১ চেয়ারম্যান তরুণ সাহা, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর ও সিইও এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ সুজয় বিশ্বাস, শান্তি দাস, পন্ডিত মোল্লার ঘোষ, বিখ্যাত ডিজাইনার সান্তনু গুহ ঠাকুরতা, অরিজিৎ মাইতি, মিসেস নয়না মোরে এবং সমাজের আরও অনেকে।

 

Fashion Show

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *