< জেনেরিক ওষুধের প্রসারে পূর্ব ভারতে Davaindia ব্যাপ্তি ঘটাচ্ছে

জেনেরিক ওষুধের প্রসারে পূর্ব ভারতে Davaindia ব্যাপ্তি ঘটাচ্ছে

Davaindia
Spread the love

 

 

সপ্তর্ষি সিংহ: ওষুধের সহজলভ্যতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারতের বৃহত্তম বেসরকারি জেনেরিক ওষুধ দাওয়াইন্ডিয়া ভারতীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান পদ্ধতিতে ব্যাপ্তি ঘটিয়েছে। Davaindia সাশ্রয়ী মূল্যে উচ্চ গুনমান সম্পন্ন জেনেরিক ওষুধ সরবরাহে পশ্চিমবঙ্গ ও ওড়িশা জুড়ে সম্প্রসারণ করেছে।
শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে জোটা হেলথকেয়ার গ্রুপের সিইও ডাঃ সুজিত পল জেনেরিক ওষুধের কার্যকারিতা সম্পর্কে বিস্তৃত তুলে ধরেন।

তিনি বলেন, “বর্তমানে দাওয়া ইন্ডিয়া-র পশ্চিমবঙ্গ জুড়ে ৭৫+ আউটলেট রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের জন্য যাতে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের জেনেরিক ওষুধ এবং পণ্য সহজলভ্য করা যায়, একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা তা নিশ্চিত করার চেষ্টা করি৷ আমাদের প্রচেষ্টা হল পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ এলাকায় পরিষেবা প্রদান করা এবং ডিপ পেনিট্রেশন প্রোগ্রামের মাধ্যমে সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, যা ভবিষ্যতে ১0 কোটি মানুষের জীবনকে স্পর্শ করবে।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *